১৩ আগস্ট, ২০২০ ০৪:৪৫

বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের দণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের দণ্ড

প্রতীকী ছবি

বরিশাল সদর উপজেলার কর্নকাঠী সংলগ্ন খয়েরাবাদ নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারা ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে বুধবার (১২ আগস্ট) বিকেলে এই অভিযান পরিচালিত হয়। 

দণ্ডপ্রাপ্তরা মেট্রোপলিটনের বন্দর থানার চরকাউয়া ইউনিয়নের কর্নকাঠী ছোট ব্রীজের নিচে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। ৩ জনের মধ্যে নলছিটির দপদপিয়া গ্রামের মৃত মজিদ হাওলাদারের ছেলে মিজানুর রহমান ও ভোলা শশী ভূষনের হাজারীগঞ্জ এলাকার ওহাব আলীর ছেলে মনির হোসেনকে ১৫ দিন করে কারাদণ্ড এবং বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের মো. বেলায়েতের ছেলে মো. হাসানকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। 


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর