২৫ আগস্ট, ২০২০ ১৮:০৪

পত্রিকা ও মাস্ক বিক্রি করে সংসার চলছে জাকিরের

নিজস্ব প্রতিবেদক, রংপুর

পত্রিকা ও মাস্ক বিক্রি করে সংসার চলছে জাকিরের

রংপুর প্রেসক্লাব মার্কেটের বারান্দায় প্রচণ্ড গরমে জাতীয় ও স্থানীয় পত্রিকা বিক্রি করছেন জাকির হোসেন। বয়স ৫০ ছুঁই ছুঁই। বাবা আব্দুর রহমানের হাত ধরে ছোটবেলা থেকেই এই পেশায় আসেন। বলা চলে শহরের পরিচিত মুখ তিনি। 

করোনাকালে পত্রিকার সংখ্যা কমে যাওয়ার কারণে পত্রিকা বিক্রি করে সংসার চলছিল না। তাই পত্রিকা বিক্রির পাশাপাশি করোনার এই দুঃসময়ে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি ও বাড়তি কিছু আয়ের উদ্দেশ্যে মাস্ক বিক্রি শুরু করেন জাকির। 

পত্রিকার পাশাপাশি ৪ ধরনের মাস্ক বিক্রি করছেন তিনি। প্রতিদিন গড়ে ১০০-এর মতো মাস্ক বিক্রি করেন। পত্রিকা ও মাস্ক বিক্রি করে প্রতিদিন গড়ে ৪০০-৫০০ টাকা আয় করেন। থাকেন সকাল থেকে সন্ধা পর্যন্ত। জাকির হোসেনের মতো আরও কয়েকজন পত্রিকা বিক্রির পাশাপাশি মাস্ক বিক্রি করে সংসার চালাচ্ছেন। 

প্রচণ্ড গরমে হাতপাখা নাড়তে নাড়তে জাকির হোসেন বলেন,  করোনায় পত্রিকা বিক্রি করে সংসার চলছিল না। তাই মাস্ক বিক্রি শুরু করেছি। একদিকে দুটো পয়সা আয় হয়। অপরদিকে মানুষকে সচেতন করতে পেরেও নিজের ভালো লাগে।  তিনি করোনার এই দুর্যোগে সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরার আহ্বান জানান। 

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর