ময়মনসিংহের হালুয়াঘাটে ড্রাম ট্রাকের ধাক্কায় বানেছা খাতুন (৭৪) নামে এক বৃদ্ধ মহিলা নিহত হয়েছেন। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার তেলিখালী নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বানেছা খাতুন উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের রঙ্গমপাড়া গ্রামের আ. খালেকের স্ত্রী।
এ তথ্যটি নিশ্চিত করেন হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান।
ঘটনাস্থল পরিদর্শন শেষে হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের বলেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন বানেছা খাতুন। পথে বালুবাহী একটি ড্রাম ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দিলে মাথার অংশে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে করা হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় চালক ও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/হিমেল