বগুড়ায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি সাবেক এমপি রেজাউল করিম তানসেন।
জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাসদ নেতা হেলাল উদ্দিন আঙ্গুর, বিকাশ মণ্ডল, জামাল, জোবায়ের হোসেন মোল্লা, নজরুল ইসলাম, জুয়েল, রবীন্দ্রনাথ দাস রঞ্জন, শ্রমিক নেতা আশরাফ, রায়হান প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর