বরগুনায় ৫ বছর মেয়াদি টেকসই মৎস্য প্রকল্পের উদ্বোধন হয়েছে। একইসাথে করা হয়েছে অবহিতকরণ কর্মশালা।
বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি প্রকল্প পরিচালক মো. কামরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমরান হোসেন রাসেল ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এ প্রকল্প বাস্তবায়ন করছে।
এ প্রকল্পের মাধ্যমে বরগুনার ৪৫০টি গ্রামে স্থায়ী ও টেকসই মৎস্যজীবী গ্রাম সংগঠন তৈরি করা হবে। ১০ হাজার নারীসহ ৬০ হাজার মৎস্যজীবী উপকৃত হবেন।
বিডি প্রতিদিন/এমআই