১ ডিসেম্বর, ২০২০ ২০:৫৮

মনোহরগঞ্জে স্বাস্থ্য সহকারীদের কর্মরিবতি

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি


মনোহরগঞ্জে স্বাস্থ্য সহকারীদের কর্মরিবতি

নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন এবং টেকনিক্যাল পদমর্যদা প্রদানের দাবিতে মঙ্গলবার ৫ম দিনের মত কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন মনোহরগঞ্জ উপজেলা শাখা। বৃহস্পতিবার থেকে তারা এ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিদিন সকাল ৯টা থেকে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীবৃন্দ যৌথভাবে এ কর্মবিরতি পালন করেন। এ সময় বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন মনোহরগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাইয়ারে দো আলম, সাধারণ সম্পাদক মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মো. শহীদ উল্ল্যাহ, সহসভাপতি জাহাঙ্গীর আলম, মহিলা সম্পাদিকা শ্রিপা রানী মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে একযোগে কুমিল্লার ১৭টি উপজেলায় কর্মবিরতি কর্মসূচি চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কুমিল্লা জেলা শাখার সভাপতি মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক রাজিব হোসাইন ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়েজ আহমেদ।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর