আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবস উপলক্ষে কুড়িগ্রামের চিলমারীতে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদ চত্বরে এ সাইকেল র্যালির উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ডব্লিউ এম রায়হান শাহ্।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের আঞ্চলিক ব্যবস্থাপক একেএম সাখাওয়াত হোসেন, সিনিয়র প্রকল্প ম্যানেজার মো: মোশরেফুর রহমান ও লাবিবুল ইসলাম প্রমুখ।
র্যালিটি চিলমারী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সেচ্ছাসেবকের দায়িত্ব পালনকারীদের নিয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির আওতায় এ র্যালির আয়োজন করে উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ।
বিডি প্রতিদিন/হিমেল