গাজীপুরের টঙ্গী আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে চুরি ও দালাল রোধে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। এতে অনেকটা রেহাই পাবেন দালালের ছোবল থেকে। হাসপাতাল কর্তৃপক্ষ যে কোন স্থান থেকেই দেখতে পারবেন।
জরুরি বিভাগে কোন রোগী আসলেই দালাল কর্তৃক ভাগিয়ে নেয়া, অজ্ঞাত ব্যক্তির লাশ হাসপাতালে ফেলে যাওয়া, রোগীর কাছ থেকে কোন টাকা নেয়া এসব রোধে জরুরি বিভাগসহ বিভিন্ন স্থানে ১০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে আরো বেশ কিছু ক্যামেরা লাগানো হবে।
হাসপাতালে আসা এক রোগী আলাল হোসেন বলেন, এখানে কোন রোগী আসলে দালালের টানাটানিতে অতিষ্ঠ হয়ে পড়ে। চিকিৎসা নিতে আসলে দালালের কারণে কেউ শতভাগ সেবা পাচ্ছে না।
এ বিষয়ে জরুরি বিভাগের চিকিৎসক ডা: মো: মাসুদ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, হাসপাতালে বিভিন্ন সময় চুরি এবং দালাল রোধে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, এছাড়া অনেক সময় বিভিন্ন এলাকার মরদেহ কে বা কারা হাসপাতালে ফেলে রেখে যায়, এতে সনাক্ত করতে সমস্যার সৃষ্টি হয়।
এ ব্যাপারের হাসপাতালের উপ-পরিচালক ডা. মো জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানে চেষ্টা চলছে, আশা করি পর্যায়ক্রমে সব কিছুর সমাধান হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার