১৫ জানুয়ারি, ২০২১ ১৭:৫০

সরাইলে মেঘনা নদীতে নৌকায় ডাকাতি, মালামাল লুট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সরাইলে মেঘনা নদীতে নৌকায় ডাকাতি, মালামাল লুট

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদীতে শুক্রবার ভোরে মালবাহী নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর দাবি, এসময় সশস্ত্র ডাকাতদল প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

নৌকার মালিক মো. সামছু মিয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার পার্শ্ববর্তী ভৈরব থেকে মুদি দোকানের মালসহ বিভিন্ন মালামাল নিয়ে ভোর সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জের অষ্টগ্রামের উদ্দেশে মেঘনা নদীতে যাত্রা করে।

মালবোঝাই নৌকাটি ভোর সাড়ে ৫টায় সরাইল উপজেলার পানিশ্বর বাজার বরাবর আসলে ইঞ্জিনচালিত নৌকা দিয়ে ১০-১২ জনের মুখোশ পরিহিত ডাকাতদল নৌকায় হানা দেয়।

তিনি আরও জানান, প্রথমে তারা নৌকার মালিকসহ সাতজন কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে পাঁচটি মোবাইল সেট, নগদ টাকা, বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের সিগারেট, পানির পাম্পসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দেয়ার চেষ্টা করলে নৌকার মাঝি সামছু মিয়াকে মারধর করা হয়।

ডাকাতির হামলায় আহত সামছু মিয়া দুপুরে সরাইল থানায় গিয়ে পুলিশকে অবহিত করলে তারা জানান, ঘটনাটি যেহেতু নদীতে হয়েছে। তাই এটা দেখবে নৌ পুলিশ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর