বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে (ক্যাম্প) ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সারিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মতিউর রহমান মতি। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।
মামলায় বলা হয়েছে, বুধবার রাত ৮টার দিকে সারিয়াকান্দি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হিন্দুকান্দি নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
মামলায় উল্লেখ করা হয়েছে, ১৬ জানুয়ারি সারিয়াকান্দিতে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে আতঙ্ক সৃষ্টি করতে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে।
জানতে চাইলে থানার ওসি মিজানুর রহমান বলেন, মামলা নেয়া হয়েছে, তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন