২১ জানুয়ারি, ২০২১ ১৯:৪৬

বোয়ালমারীতে সরকারি ঘর পাচ্ছে ৯২ ভূমিহীন ও গৃহহীন পরিবার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারীতে সরকারি ঘর পাচ্ছে ৯২ ভূমিহীন ও গৃহহীন পরিবার

ফরিদপুরের বোয়ালমারীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর বিষয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ উপস্থিত সাংবাদিকদের জানান, ২৩ জানুয়ারি সারাদেশে একযোগে ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর কাছে জমি, গৃহ ও কাগজপত্র প্রদান করা হবে। অন্যান্য স্থানের মতো বোয়ালমারীতেও ওই দিন উপজেলার বিভিন্ন স্থানে স্থাপিত ৯২টি ঘর হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, প্রতিটি গৃহহীন-ভূমিহীন পরিবার পাচ্ছে দুই কক্ষবিশিষ্ট একটি ঘর, খোলা বারান্দা, শৌচাগার, রান্নাঘর ও বিদ্যুৎ সংযোগ। প্রতিটি ঘর নির্মাণের জন্য বরাদ্দ ছিল ১ লাখ ৭১ হাজার টাকা। এছাড়াও নতুন করে আরও ১০০ ভূমিহীন-গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর