২৬ জানুয়ারি, ২০২১ ১৮:৫৯

ঠাকুরগাঁওয়ে আধুনিক পদ্ধুতিতে ধানের চারা রোপণ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে আধুনিক পদ্ধুতিতে ধানের চারা রোপণ

ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার নেকমরদ করনাইট দীঘিয়া গ্রামে আজ মঙ্গলবার দুপুরে ১৪ জন কৃষকের ১৫০ বিঘা জমিতে ট্রান্স প্লান্টার মেশিনের দ্বারা ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফতাব হোসেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, স্থানীয় ইউপি চেয়ারম্যান এনামুল হক, কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তাসহ দুই শতাধিক কৃষক। 

এসময় বক্তারা জানান, প্রান্তিক কৃষকদের লাভবান করে তুলতে এবং সরকারের এই মহৎ উদ্যোগকে এগিয়ে নিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বিভিন্ন কৃষি প্রদর্শনীর মাধ্যমে। 

প্রণোদনা হিসেবে চারা রোপণ থেকে ধান কাটা পর্যন্ত ১২ লক্ষ ২১ হাজার টাকা ব্যয় করা হবে। মোট বরাদ্দের একর প্রতি কৃষকের জমিতে ১০০ কেজি ইউরিয়া, ৪৫ কেজি ডেপ, ৫০ কেজি পটাশ, ৪৫ কেজি জিপসাম ও ৪ কেজি দস্তা সার বরাদ্দ দেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর