পাবনায় স্বাস্থ্যবিধি মেনে ১০ দিনব্যাপী পুষ্প মেলা শুরু হয়েছে।
সোমবার দুপুরে পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামার বাড়ী) কার্যালয়ের মাঠে পুষ্প মেলার উদ্বোধন করেন পাবনা-৫ (সদর) আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স।
পাবনা জেলা প্রশসনের সহযোগীতায় খামার বাড়ী এবং পুষ্পমেলা বাস্তবায়ন কমিটির আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল কাদেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি মো. শহীদুর রহমান শহীদ, নার্সারী মালিক আব্দুর রশিদ, আবুল কালাম প্রমুখ।
আয়োজকরা জানান, ১০ দিনব্যাপী এ মেলায় ১৭ টি স্টল রয়েছে। মেলায় দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির ফুল প্রদর্শনীর পাশাপাশি চারা বিক্রি করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ গোলাম ফারুক প্রিন্স বলেন, সরকার ফুলচাষ সম্প্রসারণে কাজ করছে। ফুল শুধু শোভাবর্ধনই করে না বর্তমানে আমাদের অর্থনীতিতেও ভূমিকা রাখছে। আমি ফুল চাষীদের প্রণোদনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন