মাগুরায় ৩ মাসব্যাপী নারী কারাতে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান আজ বুধবার দুপুরে শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে।
দুপুরে প্রশিক্ষণার্থীদের কারাতে প্রদর্শণী শেষে আয়োজক প্রতিষ্ঠান পরিবর্তনে আমরাই এর প্রধান উপদেষ্টা শাখারুল ইসলাম শাকিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফাইটার কারাতে ক্লাব এর সাধারণ সম্পাদক সিহান মহম্মদ আলী, সাংবাদিক রূপক আইচ, আয়োজক সংগঠন পরিবর্তনে আমরাই এর সভাপতি নাহিদুর রহমান দূর্জয়সহ অন্যরা।
নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে এ কার্যক্রম আরও বেশি বেগবান ও উপজেলা পর্যায়ে সম্প্রসারিত হবে এমনটি আশাবাদ ব্যক্ত করেন আয়োজক ও অতিথিবৃন্দ।
বিডি প্রতিদিন/ফারজানা