মানিকগঞ্জের হরিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগায় প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী। নিহতরা হলেন, উপজেলার গালা গ্রামের মৃত জসিম মোল্লার ছেলে জহিরুল ইসলাম (২৩) ও একই গ্রামের ইউনুস আলীর ছেলে শাহ আলম (২২)।
বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে মানিকগঞ্জ-ঝিটকা সড়কের কৌড়ি এলাকায় এক দুর্ঘটনা তারা মারা যান। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হরিরামপুর থানার ওসি মুঈদ চৌধুরী জানান, বিদেশ ফেরত জহিরুল ও অটোচালক শাহ আলম মোটরসাইকেল যোগে মানিকগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন। দ্রুত গতির কারণে তাদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন