গোপালগঞ্জ পৌর এলাকায় সুপেয় পানি সরবরাহের নিমিত্তে শহরের মিয়াপাড়ায় প্রায় তিন কোটি টাকা ব্যায়ে ছয় লাখ আশি হাজার লিটার ধারন ক্ষমতা সম্পন্ন সুপেয় পানির একটি ওভারহেড ট্যাঙ্ক উদ্বোধন করা হয়েছে। এ ওভারহেড ট্যাঙ্কটি উদ্বোধনের মাধ্যমে প্রায় সাত হাজার পৌরবাসীর পানির সমস্যার সমাধান হলো।
আজ শুক্রবার দুপুর আড়াইটায় গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী এ পানির ট্যাঙ্কটির শুভ উদ্বোধন করেন। গোপালগঞ্জ পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে এ পানির ট্যাঙ্কটি নির্মাণ করেছে।
মিয়াপাড়া জামে মসজিদের সভাপতি আহম্মেদ আলী কাজী বাচ্চুর সভাপতিত্বে পানির ট্যাঙ্ক উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এনামুল হক খান, হেমায়েত উদ্দিন মীনা, মসজিদ-কমিটির সেক্রেটারী মোঃ ময়েনুর রহমান হিটু, সদর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু সিদ্দিক সিকদার,যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,এনায়েত হোসেন,ওয়ার্ড-কাউন্সিলার মোঃ আতিকুর রহমান পিটু, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রতন কুমার সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ