বাগেরহাটের মোংলা উপজেলার পল্লীতে বরই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রতিবেশী এক শিশুকে বলাৎকারের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার ব্যক্তির না জাহিদ শেখ (৪৫)। তিনি উপজেলার আগা বুড়বুড়িয়া গ্রামের বাসিন্দা।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, দিনমজুর জাহিদ শেখ বৃহস্পতিবার দুপুরে ৮ বছরের এক শিশুকে বরই খাওয়ানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যান। এরপর ওই শিশুকে জাহিদ ঘরে নিয়ে বলাৎকার করেন। বলাৎকার শেষে জাহিদ শিশুকে ১০ টাকা দিয়ে বিষয়টি কেউকে বলতে নিষেধ করেন।
তারপর শিশুটি বাড়িতে যাওয়ার পর পায়ুপথ দিয়ে রক্তক্ষরণ হওয়ায় তার মা বিষয়টি জানতে পারেন। পরে শিশুর মা বাদী হয়ে সন্ধ্যায় জাহিদ শেখকে আসামি করে মামলা দায়ের করেন। এদিন রাতে পুলিশ অভিযান চালিয়ে জাহিদকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। তাকে শুক্রবার দুপুরে আদালতে পাঠালে বিচারক তাকে বাগেরহাট কারাগারে পাঠানোর আদেশ দেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এমআই