রংপুরের পীরগাছা উপজেলার যাদুলষ্কর গ্রামে জমির বিরোধের জেরে সালিশ বৈঠকে স্থানীয় ইউপি মেম্বরের উপস্থিতিতে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও পারিবারিক সূত্র জানিয়েছে, উপজেলার যাদুলষ্কর গ্রামের সাইফুল ইসলামের ছেলে রেজাউল ইসলামের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল একই এলাকার আব্দুল জলিল মিয়া ও তার পরিবারের। এরই জের ধরে শুক্রবার রেজাউলের বাড়ির উঠানে স্থানীয় ইউপি মেম্বরের মধ্যস্থতায় সালিশ বৈঠক হয়।
কিন্তু আব্দুল জলিল ও তার লোকজন সালিশ না মেনে রেজাউলের লোকজনের ওপর হামলা চালায়। এতে পাঁচজন আহত হয়। আহতদের মধ্যে রেজাউল ও জিয়ারুলকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, কিছুদিন আগেও সালিশ বৈঠকে একজন বৃদ্ধকে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে। যাদুলষ্করের ঘটনাটি আমরা তদন্ত করছি। ওই এলাকায় উভয়পক্ষের মধ্যকার উত্তেজনা ঠেকাতে বিট পুলিশকে সতর্ক পাহারায় রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই