নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডে অর্ধকোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দুপুরে বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন নাসিক ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী ওমর ফারুক।
নাসিক সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডস্থ ডাচ বাংলা ব্যাংক এলাকা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাথে হিরাঝিল রাস্তার সংযোগস্থল পর্যন্ত কাজটি করা হবে বলে জানা গেছে। এতে নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ৪৭ লাখ ৩৪ হাজার ৭৩৭ টাকা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম, নাসিকের উপ-সহকারী কৌশলী আবুল হাসনাতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিডি প্রতিদিন/এমআই