মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী এলাকায় ট্রাকচাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম কামাল হোসেন। তিনি ঘিওর উপজেলার গোয়ালজান গ্রামের মোতাহার মৃধার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর।
তিনি জানান, কামাল হোসেন উথলী এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই