৮ মার্চ, ২০২১ ১৯:১৬

৬৮৬ রোহিঙ্গাকে অন্য ক্যাম্পে স্থানান্তর

টেকনাফ (কক্সবাজার)

৬৮৬ রোহিঙ্গাকে অন্য ক্যাম্পে স্থানান্তর

আরআরআরসি কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় পরিবাহনযোগে তাদের উখিয়া উপজেলায় বিভিন্ন ক্যাম্পে স্থানান্তর করা হয়

কক্সবাজারের টেকনাফে ২৩নং রোহিঙ্গা শিবির থেকে আরও ১৫৫ পরিবারের ৬৮৬ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে অন্য শিবিরে স্থানান্তর করা হয়েছে।

আজ সোমবার দুপুরে কক্সবাজার শরনার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন (আরআরআরসি) কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় পরিবাহনযোগে তাদের উখিয়া উপজেলায় অবস্থিত বিভিন্ন ক্যাম্পে স্থানান্তর করা হয়।

তাদের ক্যাম্প-১ এর পূর্বপাশে ৪ পরিবারের ১১ জন, পশ্চিমে ৩০ পরিবারের ১১৯ জনকে রাখা হয়। আর ক্যাম্প-৩-এ ৪৪ পরিবারের ১৯৬ জন, ক্যাম্প-৫-এ ৪৮ পরিবারের ২১৫ জন, ক্যাম্প-৬-এ ১ পরিবারের ১ জন, ক্যাম্প-৭ এ ২ পরিবারের ১৭ জন, ক্যাম্প-১৪-এ ৯ পরিবারের ৩৬ জন এবং ক্যাম্প-১৫-এ ১৭ পরিবারের ৯১জনকে স্থানান্তর করা হয়েছে।

টেকনাফে মেরিন ড্রাইভ সংলগ্ন ২৩নং ক্যাম্পটি বিলুপ্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারই ধারারবাহিকতায় এই ক্যাম্পের রোহিঙ্গা নাগরিকদের অন্য ক্যাম্পে স্থানান্তর প্রক্রিয়া অব্যাহত আছে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর