ঝিনাইদহের সীমান্ত এলাকা থেকে পাঁচটি স্বর্ণের বার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ আব্দুল মান্নান নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
আজ মঙ্গলবার দুপুরে জেলার মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী শ্যামকুড় গ্রামের নলবিলপাড়া ব্রিজের কাছ থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়। আটক আব্দুল মান্নান শ্যামকুড় গ্রামের ইউনুছ আলী মন্ডলের ছেলে।
মহেপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ খোসালপুর বিওপির বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা চালিয়ে স্বর্ণ চোরাকারবারী আব্দুল মান্নানকে আটক করে।
এসময় তার কাছ থেকে ৫৮৩.২০ গ্রাম ওজনের পাঁচটি বিদেশি স্বর্ণের বার, নগদ ৩৪ হাজার ২৯৮ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের এবং সোপর্দ করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        