বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের ধনচেবাড়িয়াচর এলাকার ভোলা নদীর চর থেকে একটি মৃত রয়েল বেঙ্গল টাইগারের দেহ উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার রাত ৮ টার দিকে বনজীবীরা ধনচেবাড়িয়ার চরে ওই মৃত বাঘ দেখতে পেয়ে সুন্দরবন বিভাগকে খবর দেয়। মৃত এই মাদী বাঘটি লম্বায় ৭ ফুট ও আনুমানিক বয়স ১৫ বছর।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নুল আবেদীন বনরক্ষীদের সাথে নিয়ে ঘটনাস্থল থেকে রাতেই বাঘের মৃতদেহটি উদ্ধার করেছে।
বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মৃত বাঘটির শরীরে কোন আঘাতের চিহৃ নেই। এসব কারণে ধারনা করা হচ্ছে ১৫ বছর বয়সী এই মাদী বাঘটি বার্ধক্যজনীত কারনে মারা যেয়ে থাকতে পারে। মৃত বাঘটিকে রাতেই শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে। শনিবার সকালে এই বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করে ভিসেরা ঢাকায় পাঠানো হবে।
এর আগে গত বছরের ৩ ফেব্রুয়ারী শরণখোলা রেঞ্জের কটকা ওয়ার্ড হেরিটের সাইডের অভয়রণ্যের ছাপড়াখালী খালের চর থেকে একটি বাঘিনীর মৃতদেহ উদ্ধার হয়। ওই মৃত বাঘটির পিছনের একটি অংশ কুমিরে খাওয়া অবস্থায় উদ্ধারের পরদিন ময়না তদন্ত শেষে শরণখোলা রেঞ্জ অফিসে মাটি চাপা দিয়ে রাখা হয়।
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        