কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়াতে ঝিনাইদহে কৃষকদের মাঝে অর্ধেক ভর্তুকি মূল্যের রিপার ও কম্বাইন হারভেস্টার মেশিন হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা কৃষি অফিস চত্বরে এ মেশিন হস্তান্তর করা হয়। এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন, কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমদাদুল হাসান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার খাইরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কৃষি অফিসের কর্মকর্তারা জানান, কৃষি যান্ত্রিকীকরণের লক্ষ্যে ৫০ ভাগ উন্নয়ন সহায়তার মাধ্যমে সদর উপজেলার ১১ জন কৃষককে রিপার ও কম্বাইন হারভেস্টার মেশিন হস্তান্তর করা হয়েছে। এতে কম সময়ের মধ্যে কৃষক ধানসহ অন্যান্য ফসল কর্তন ও মাড়াই করতে পারবে।
বিডি প্রতিদিন/হিমেল