চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলস্টেশনের অদূরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় শরীফ হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত শরীফ হোসেনের বাড়ি আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুরে।
রবিবার সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শরীফ রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চুয়াডাঙ্গা থেকে পোড়াদহগামী একটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে তার ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে শরীফের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন