ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন খাতের ৫০০ শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা শহরে নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক (ডিসি) হায়ত-উদ-দৌলা খাঁন।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, তেল, চিনি ও ডালসহ বিভিন্ন উপকরণ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর ইউএনও পঙ্কজ বড়ুয়া, সদর সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন ও ফাতেমা তুজ জোহরা সানিয়া।
আরও উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাহবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মালিক সমিতির সভাপতি হাজী জমসেদ মিয়া, সাধারণ সম্পাদক হানিফ মিয়াসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এমআই