করোনাকালিন সময়ে মাগুরায় কৃষকদের পাশে দাড়ালো জেলা যুবলীগ। শ্রমিক সংকটে থাকা সদর উপজেলার সত্যপুর গ্রামের দুই কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দিয়েছে জেলার যুবলীগ নেতাকর্মীরা।
জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, যুগ্ম-আহবায়ক আলী আহমেদ আহাদ, যুবলীগ নেতা পাভেল খান, উজ্জল, সোহেল রানা, আরিফুর রহমান স্বাক্ষর, মেহেদী হাসান মিশরসহ অর্ধ-শতাধিক নেতাকর্মী নেয়।
দরিদ্র কৃষক পলাশ ও শাহজাহান জানান, করোনাকালিন সময়ে মজুরের দাম বেশি হওয়া শ্রমিক এনে ধান কাটা তাদের পক্ষে সম্ভব ছিল না। জেলা যুবলীগের নেতাকর্মীরা উদ্যোগী হয়ে জমির ধান কেটে দেওয়ায় উপকৃত হয়েছি।
জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান জানান, 'করোনার এই মহামারীতে শ্রমিক সংকটের কারণে জেলার কৃষকরা ধান কাটতে অসুবিধায় পড়েছেন। আমাদের নেতাকর্মীরা আজ মঙ্গলবার সদরের সত্যপুর গ্রামের দুই দরিদ্র কৃষকের ধান কাটতে সহযোগিতা করেছে। আগামীদিনে কৃষকদের সহযোগিতা করার জন্য জেলা যুবলীগ কর্মীদের এ কাজ অব্যাহত থাকবে।'
উল্লেখ্য, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের পৃষ্ঠপোষকতায় করোনা মহামারীতে জেলা যুবলীগের নেতৃত্বে গঠিত হটলাইন টিমের মাধ্যমে করোনা আক্রান্ত রোগীর পথ্য, দুংস্থ-অসহায় মানুষের খাদ্য বিতরণ করছে এবং জেলায় নানা মানবিক কাজে অংশ নিচ্ছে জেলা যুবলীগ।
বিডি প্রতিদিন / অন্তরা কবির