সাতক্ষীরায় ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে সাত দিনের দেওয়া জেলা প্রশাসনের লকডাউন। সাতক্ষীরায় করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় আজ শনিবার সকাল থেকে আগামী ১২ জুন পর্যন্ত সাতক্ষীরা জেলায় বিশেষ লকডাউন কার্যকর করা হয়েছে।
করোনা প্রতিরোধ কমিটির সভায় গতকাল শুক্রবার দুপুরে সাতক্ষীরা জেলায় সাত দিনের বিশেষ লকডাউন ঘোষণা করা হয়। তবে লকডাউনের প্রথম দিনে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৮৯ জন করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে। করোনার শুরু থেকে এ পর্যন্ত ৪৭ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২২৪ জন।
সকাল থেকে শহরে রাস্তাঘাটে রিকশা, ভ্যান, ইজিবাইক ও মাহেন্দ্র যোগে সাধারণ মানুষের যাতায়াত ছিল অনেকটা স্বাভাবিক। তবে বেলা ১১টার দিকে পুলিশের তৎপরতা বৃদ্ধি পাওয়ার পরে রাস্তাঘাট কিছুটা ফাঁকা হয়ে যায়। লকডাউন কার্যকর করার জন্য সাতক্ষীরা জেলার প্রবেশদ্বার তালা ও কলারোয়া উপজেলার বেল তলা নামক স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।
এছাড়া জেলা শহরের গুরুত্বপূর্ণ ৫টি পয়েন্টে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। লকডাউনের কারণে জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে জেলায় গণপরিবহন বন্ধ থাকলেও সকালে বেশ কিছু দূরপাল্লার পরিবহন ছেড়ে যেতে দেখা গেছে। দুপুর ১২টার দিকে বিধি-নিষেধ মোতাবেক অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। তবে ইজিবাইক, ইঞ্জিনচালিত ভ্যান, নছিমন, করিমনসহ সকল ধরনের বৈধ ও অবৈধ জান চলাচল ছিল স্বাভাবিক।
বিডি প্রতিদিন/আবু জাফর