আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যুদ্ধাপরাধ মামলার অন্যতম সাক্ষী বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) প্রবীন সদস্য ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার এম সরওয়ার খান আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, কন্যা, পুত্রবধূ ও নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যুদ্ধাপরাধ মামলার অন্যতম সাক্ষী সরওয়ার খানের মৃত্যুতে বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক জে এম রউফ, বগুড়া প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুস সালাম, বাংরাদেশ প্রতিদিন বগুড়ার নিজস্ব প্রতিবেদক আব্দুর রহমান টুলু, বগুড়া স্পোর্টস রিপোটার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ আলিম, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বাংলাদেশ গ্রাম থিয়েটার, বগুড়া থিয়েটার, শব্দকথন সাহিত্য আসরে সদস্যবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এক বিবৃতিতে শোক প্রকাশের পাশাপাশি তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
এর আগে গত ১৪ জুন রাতে তার একমাত্র ছেলে সেতু খান (৩২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরন করেন। ছেলের আকস্মিক মৃত্যুতে অসুস্থ সরোয়ার খান মারাত্মকভাবে ভেঙে পড়েন।
বগুড়ার দুপচাঁচিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম ফারুক বলেন, তিনি এ উপজেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক ছিলেন। ছেলের মৃত্যুর পর তারও এমন আকষ্মিক মৃত্যু বেদনাদায়ক।
আদমদীঘির প্রবীন আওয়ামী লীগ নেতা ও বীরমুক্তিযোদ্ধা আনছার আলী জানান, আদমদীঘি-দুপচাঁচিয়া আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার খোকার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে যুদ্ধাপরাধের মামলায় সাক্ষী ছিলেন সরওয়ার খান।
বিডি প্রতিদিন/আল আমীন