বগুড়ার শেরপুরে পুলিশের অভিযান চালিয়ে যাত্রী সেজে ৮ কেজি গাঁজা বহনের সময় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে ভাবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো নাটোরের রাজবাড়ী এলাকার কাশেম শেখের ছেলে লিটন শেখ (৪০) এবং লিমন হোসেনের ছেলে পলাশ (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, নির্দিষ্ট পাম্পে যাত্রীবাহী বাসে যাত্রা বিরতি দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। তল্লাশিকালে দুই যুবকের সঙ্গে থাকা দুটি নীল স্কুলব্যাগ ও একটি বস্তায় ৮ কেজি গাঁজা পাওয়া যায়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. মঈনুদ্দিন জানান, গ্রেপ্তারকৃত দুই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আশিক