২৪ আগস্টকে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণার দাবী জানিয়েছেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে সংগঠনের জেলা শাখার উদ্যোগে শহরের "স্বাধীনতার রজতজয়ন্ত স্কুলের" শিক্ষার্থীদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন অত্র স্কুলের প্রধান শিক্ষক সুলতান ফারুক লিপ্টন, সহকারী শিক্ষক শিরীন সুলতানা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 'সম্ভাবনা' প্রকল্পের জেলা প্রতিনিধি আলাউদ্দিন হোসেন, 'বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের' কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, আশরাফি আক্তার আাশা প্রমুখ।
বক্তার বলেন, ১৯৯৫ সালের এই দিনে দিনাজপুরের কিশোরী ইয়াসমিনকে একদল পুলিশ পৈশাচিকভাবে গণধর্ষণ করে হত্যা করে। প্রতিরোধ গড়ে ওঠে দিনাজপুরসহ সারাদেশে। আন্দোলন সংগ্রামে পুলিশের গুলিতে অনেকে শহীদী মৃত্যু বরণ করে এবং হত্যাকারীদের ফাঁসি হয়। শহীদদের স্মরণ ও সেই চেতনাকে ধারণ করে সেদিন সম্মিলিত নারী সমাজ এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ হিসাবে ঘোষণার দাবি জানান। সেই দাবি আজও পূর্ণ হয়নি। বক্তারা অবিলম্বে এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ দিবসের ঘোষণার দাবি জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন