শ্রীলঙ্কার বরখাস্ত হওয়া পুলিশপ্রধান দেশবান্দু টেন্নাকুনকে বৃহস্পতিবার রিমান্ডের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তিনি তিন বছর আগে দেশটির শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলার নেতৃত্ব দিয়েছিলেন, যা দেশজুড়ে অস্থিরতা সৃষ্টি করেছিল বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
৫৪ বছর বয়সী টেন্নাকুনকে বুধবার গ্রেফতার করা হয় এবং কলম্বো ফোর্টের ম্যাজিস্ট্রেট নিলুপুলি লাঙ্কাপুরার আদালতে হাজির করা হয়। এক পুলিশ তদন্তকারী আদালতে বলেন, ‘দেশবান্দু টেন্নাকুন ২০২২ সালের ৯ মে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলায় সহযোগিতা ও প্ররোচনা দিয়েছেন।’
সেই দমন-পীড়ন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের দপ্তরের বাইরে সংঘটিত হয়, যা পাল্টা সহিংসতার জন্ম দেয়। এতে শাসক দলের বহু রাজনীতিবিদের বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। অস্থিরতা আরো ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র ঘাটতি দেখা দেওয়ায় জনরোষে রাজাপক্ষে দুই মাস পর পদত্যাগ করতে বাধ্য হন।
এ মাসের শুরুর দিকে সংসদ অন্য একটি মামলায় টেন্নাকুনকে অপরাধমূলক কর্মকাণ্ডের দায়ে অভিযুক্ত করে অভিশংসন করে। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে ৪০টিরও বেশি মামলা রয়েছে। তথ্যসূত্র : এএফপি।
বিডি-প্রতিদিন/শআ