ঝিনাইদহের কালীগঞ্জে মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবনের দায়ে তিন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর প্রযোজ্য ধারায় তাদের বিরুদ্ধে দণ্ডাদেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহিন আলম। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শেখ মোস্তাফিজুর রহমান।
দণ্ডপ্রাপ্তরা হলো: কাশিমা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে আব্দুস ছালাম, এক মাসের কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা। শ্রীরামপুর গ্রামের উকিল উদ্দিনের ছেলে মোঃ চান্নু মোল্লা, তিন মাসের কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা। বাজেডিহি গ্রামের সাইদুল হকের ছেলে মোঃ খোকন, ছয় মাসের কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা।
বিডি প্রতিদিন/আশিক