টাঙ্গাইলের নাগরপুরে বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে মোকনা ইউনিয়নের কোনড়া বিলে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, কিছু মৎস্যজীবী বিলে মাছ ধরতে গিয়ে লাশটি ভেসে থাকতে দেখে আশপাশের লোকজনকে খবর দেন। পরে মোকনা ইউনিয়ন পরিষদের সদস্য আফজাল মিয়া ঘটনাস্থলে এসে থানায় খবর দেন।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের ব্যবস্থা করেন এবং ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ওসি মো. রফিকুল ইসলাম বলেন, "সংবাদ পেয়ে আমি ও আমার ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হই। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কেউ তাকে চেনে না। পাশের থানা গুলোতে কোন নিখোঁজ ডায়েরি হয়েছে কি না তা খুঁজে দেখছি। যদি থাকে, আমরা মূল ঘটনা উদঘাটনের চেষ্টা করব।"
বিডি প্রতিদিন/আশিক
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        