বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভাজনের রাজনীতি নয়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, যে যেই ধর্মের হোক বাংলাদেশের সবাই একে অপরের বন্ধু, কিন্তু দুঃখজনক হলো গত বছর আমাদের প্রজা মনে করেছে শেখ হাসিনার সরকার।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশের সব গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করেছে। ৮৮ লাখ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে।
মুক্তিযুদ্ধ এবং ২৪ কে মনে রাখতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ৭১ কে ভুলিয়ে দেয়ার কথা বলা হচ্ছে, এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, বাংলাদেশে এক ধরনের উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, এ বিষয়ে সবাইকে সোচ্চার থাকতে হবে।
বিএনপি সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক কারণে সাম্প্রদায়িক বিষয়কে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/শআ