কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ইয়াবা, হেরোইন এবং নেশা জাতীয় ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ছিনাই ইউনিয়নের বড়গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করে রাজারহাট থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-নিজাম (৪০) ও এরশাদুল (৩৮)।
এসময় পুলিশ ইয়াবা ৭৯ পিস, হেরোইন ১২ প্যাকেট, ট্যাপেন্টাডল ট্যাবলেট ৩ পিস ও একটি মোটরসাইকেল জব্দ করে।
এ ব্যাপারে রাজারহাট থানার ওসি নাজমুল আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হলে দুপুরের পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএম