চট্টগ্রাম নগরের রাজাপুকুর লেইনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের পণ্য কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন রণজিৎ কর্মকার (৭০) নামে এক স্বর্ণকার। বৃহস্পতিবার বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রণজিৎ কর্মকার রাজাপুকুর লেইনে ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে পরিবেশক প্রতিষ্ঠান মেসার্স রাশেদা এন্টারপ্রাইজের ট্রাক এলাকায় ঢোকে। ট্রাকটি উঁচু স্থানে পার্কিংয়ের জন্য এগোতে থাকলে অনেকেই পণ্য কিনতে দৌড়ে এগিয়ে যান। এ সময় ট্রাক হঠাৎ নিচের দিকে নেমে আসায় ধাক্কায় পড়ে যান রণজিৎ কর্মকার এবং ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী থানার ওসি আবদুল করিম জানান, ট্রাকচালককে আটক করা হয়েছে। নিহতের পরিবার মামলা করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আশিক