টেকনাফ থেকে লক্ষ্মীপুরে পায়ুপথে ইয়াবা ট্যাবলেট পাচারকালে তিন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তল্লাশি চালিয়ে তাদের পায়ুপথ থেকে উদ্ধার করা হয় সাড়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে আটকদের সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে ভোররাতে অভিযান চালিয়ে শহরের উত্তর তেমুহনী থেকে তাদের আটক করা হয়।
 
আটকরা হলেন কক্সবাজার জেলার টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া গ্রামের সৈয়দ আহম্মদের ছেলে মো. নুরুল আফছার (২২),  একই গ্রামের শাহআলমের ছেলে মো. আব্দুল্লাহ (২৬) ও মৃত সৈয়দ আহম্মদের ছেলে আব্দুস শুকুর (৪০)।
জেলা মাদকদ্রব্য কার্যালয় সূত্র জানায়, টেকনাফ থেকে মাদক কারবারিরা ইয়াবা নিয়ে লক্ষ্মীপুর এসেছে। গোপন সংবাদ ও মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে ঘটনাস্থলে অভিযান চালিয়ে শাহী পরিবহনের একটি বাস থেকে ৩ জনকে আটক করা হয়। পরে এক্স-রে পরীক্ষার মাধ্যমে আটক আফসার ও আব্দুল্লাহর পায়ুপথ থেকে সাড়ে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক শুকুর তাদের সহযোগী ছিল।
লক্ষ্মীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মাদ শরীফ বলেন, ‘আটকদের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। পরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        