বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-এর বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) প্রোগ্রামের ল্যাবরেটরি এবং অন্যান্য অবকাঠামোগত সুযোগ-সুবিধা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-র উচ্চতর পরিদর্শন টিমের মাধ্যমে পর্যালোচনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টায় সিএসই বিভাগের শ্রেণিকক্ষ, ল্যাবরেটরি, লাইব্রেরি এবং অন্যান্য সুবিধাসমূহ সরেজমিনে পরিদর্শন করা হয়।
পরিদর্শন কার্যক্রমে নেতৃত্ব দেন দলের আহ্বায়ক ও বিশেষজ্ঞ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাক, ইউজিসি’র বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ সুলতান মাহমুদ এবং ইউজিসির সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান।
এই সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি)-র ভাইস চেয়ারম্যান ড. মোঃ মতিউর রহমান, ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার এস. জে. আনোয়ার জাহিদ, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান পলাশ তাই, পরিচালক (আইটি) ইন্দ্রনীল মিশ্র, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) মোঃ নাজমুল হক, সমন্বয়ক (বিওটি) মোঃ খোরশেদ আলম এবং সিএসই বিভাগের সকল শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
পরিদর্শনের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ল্যাবরেটরি, শ্রেণিকক্ষ এবং অন্যান্য সুবিধাসমূহ সরেজমিন যাচাই করা, যাতে বিশ্ববিদ্যালয়ের সিএসই প্রোগ্রামের শিক্ষার মান নিশ্চিত করা যায়।
বিডি প্রতিদিন/আশিক