নর্থ সাউথ ইউনিভার্সিটির (NSU) ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের অধীনস্থ এনএসইউ মডেল ফার্মেসি এবং হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর যৌথ উদ্যোগে সার্ভিকাল ক্যান্সার সচেতনতা বিষয়ক একটি সেমিনার সফলভাবে অনুষ্ঠিত হয়।
সেমিনারের মূল উদ্দেশ্য ছিল সার্ভিকাল ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এইচপিভি (HPV) ভ্যাকসিনের গুরুত্ব তুলে ধরা।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর মার্কেটিং বিভাগের ম্যানেজার মোহাম্মদ মিনহাজ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস-এর অধ্যাপক ও ডিন ড. দীপক কুমার মিত্র। সেশনটির সভাপতিত্ব করেন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক ড. মোহাম্মদ হোসেন শাহরিয়ার এবং এনএসইউ মডেল ফার্মেসির সুপারিনটেনডেন্ট ড. বোরহান উদ্দিন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্বাস্থ্যসেবা পেশাজীবী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আলোচনায় প্রধান বক্তারা সার্ভিকাল ক্যান্সার প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে ভ্যাকসিন গ্রহণ, স্বাস্থ্যসেবা সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। বক্তব্যে তারা সকল নারী শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশের প্রেক্ষাপটে জরায়ু মুখ ক্যান্সারের ভয়াবহতা তুলে ধরেন।
মূল আলোচনায় HPV ভাইরাসের সংক্রমণ, এর প্রতিরোধ, এবং গার্ডাসিল ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তব্যে উল্লেখ করা হয়, HPV ভাইরাসে নারী ও পুরুষ উভয়ই আক্রান্ত হতে পারে, তাই উভয়ের জন্যই সচেতনতা ও ভ্যাকসিন গ্রহণ জরুরি।
এছাড়া ভ্যাকসিন সংক্রান্ত গবেষণা ও নতুন অগ্রগতির দিকগুলো নিয়েও আগ্রহী শিক্ষার্থীদের অবহিত করা হয়। বক্তারা বলেন, এসব উদ্যোগ সংক্রমণ এবং এর সাথে সম্পর্কিত জটিলতার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে।
সেমিনারের সমাপনী বক্তব্যে বক্তারা স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/জামশেদ