মানিকগঞ্জের ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় মর্জিনা আক্তার (২২) নামক এক গৃহবধূ নিহত হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুরান গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ভালকুটিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, স্বামীর সাথে জরুরি কাজে মানিকগঞ্জে যাচ্ছিল গৃহবধূ মর্জিনা। পথিমধ্যে বালিয়াখোড়ার পুরান গ্রাম এলাকায় পৌছালে একটি পণ্যবাহী ট্রাক মোটরসাইকেলের পেছনে ধাক্কাদিলে ওই নারী পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় মোটরসাইকেল চালক স্বামী আব্দুর রাজ্জাক আহত হয়।
ঘিওর থানার ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, বালিয়াখোড়ার পুরানগ্রাম এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক নারী নিহত হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        