২৬ জুলাই, ২০২১ ১৬:০৪

পঞ্চগড়ে দুস্থ শিল্পী ও গরীবদের মাঝে ত্রাণ বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে দুস্থ শিল্পী ও গরীবদের মাঝে ত্রাণ বিতরণ

করোনা সংকটের দিনে বেকার হয়ে পড়েছে পঞ্চগড়ের শিল্পী সমাজ। লকডাউনের কারণে কোথাও কোন অনুষ্ঠান হচ্ছেনা। তাই শিল্পীরা গভীর সংকটে আছে। এসব দিক বিবেচনা করে পঞ্চগড় উদীচী শিল্পী গোষ্ঠী তাদেরকে ত্রাণ দেয়ার উদ্যোগ নিয়েছে। সোমবার দুপুরে জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ২শ শিল্পী, কলাকুশলী এবং দরিদ্র মানুষের হাতে ত্রাণ হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক জুহুরুল ইসলাম।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা উদীচীর সভাপতি শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া, সহসাধারন সম্পাদক নুর নবি জিন্নাহ সহ উদীচীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পঞ্চগড়ের ব্যবসায়ী হান্নান শেখ এসব ত্রাণ সামগ্রী প্রদান করেন। শিল্পী এবং দরিদ্র মানুষের হাতে এসময় ৫ কেজী চাল, এক কেজী ডাল, সয়াবিন তেল, আলু এবং পিয়াজের সমন্বয়ে একটি করে প্যাকেট তুলে দেয়া হয়। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর