৬ আগস্ট, ২০২১ ১৯:২২

পৃথিবীর আলো দেখেই মাকে হারাল সন্তান

নেত্রকোনা প্রতিনিধি

পৃথিবীর আলো দেখেই মাকে হারাল সন্তান

মায়ের নিথর দেহ নিয়ে বাড়ি ফেরেন স্বজনরা

পৃথিবীর আলো দেখেই মাকে চিরতরে হারাল সন্তান। ঘটনা নেত্রকোনার সীমান্ত উপজেলা কলমাকান্দার রংছাতি ইউনিয়নের সন্ন্যাসীপাড়া গ্রামের।

ওই গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী তারমিনা (২৫) বৃহস্পতিবার রাতে নিজবাড়িতে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। এর পরপরই তিনি রক্ত স্বল্পতাজনিত কারণে জটিলতায় পড়েন বলে জানায় স্বজনরা। পরে রাতেই কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু সড়কের ভাঙাচোরা জায়গা পাড়ি দিতে দিতে সময় চলে যায়। এদিকে রক্তক্ষরণ হতে হতে রক্ত শূন্যতা দেখা দেয়।

স্যালাইন পুশ করে নিলেও ভাঙা সড়কে গাড়ির অসম্ভব ঝাঁকুনিতে বারবার স্যালাইন খুলে গিয়ে বিড়ম্বনায় পড়েন। অবশেষে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে রাতভর চিকিৎসা শেষে আজ শুক্রবার বেলা ১১টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এরপর তার নিথর দেহ নিয়ে বাড়ি ফেরেন স্বজনরা।

এদিকে এমন ঘটনায় শিশুটির পরিবারসহ হাসপাতালের নার্স চিকিৎসকদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।  

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

সর্বশেষ খবর