নাটোরের গুরুদাসপুরে নৌকায় থাকা জেনারেটর মেশিনের ফ্যানের সাথে শাড়ি পেঁচিয়ে খোদেজা বেগম(৪৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ আনুমানিক বেলা ১১টার সময় সিংড়া উপজেলার বিলদহর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গৃহবধূ উপজেলার নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর এলাকার শফিকুল ইসলামের স্ত্রী। বাড়ি থেকে ৩০/৩৫ জন লোক নিয়ে উপজেলার মোল্লা বাজার এলাকা থেকে নৌকাযোগে তিশিখালি মাজারে পিকনিকের উদ্দেশ্যে রওনা হয়। সিংড়া উপজেলার বিলদহর এলাকায় গিয়ে পৌঁছালে নৌকায় থাকা জেনারেটর মেশিন এর ফ্যানের সাথে খোদেজা বেগম এর শাড়ি পেঁচিয়ে গেলে গুরুত্বর জখম হন। তাৎখনিক ভাবে সিএনজিযোগে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিডি প্রতিদিন/হিমেল