ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের ছোলনা মহল্লার বাসিন্দা মো. কাইয়ুম মোল্লা (৪৫) ও তার স্ত্রী রেবেকা বেগমকে (৩৫) বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে পুলিশ তাদের বাড়ি থেকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ৫৫টি ইয়াবা বড়ি জব্দ করে পুলিশ।
থানার উপপরিদর্শক দ্বীপঙ্কর সান্যাল জানান, কাইয়ুম-রেবেকা দম্পতি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। রেবেকা মাদক কারবারিদের কাছে ‘বিন্দু মাসি’ নামে পরিচিত। এছাড়াও তিনি আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত মামলার আসামি ছিলেন। গতকালের ইয়াবা জব্দের ঘটনায় ওই উপপরিদর্শক বাদি হয়ে স্বামী-স্ত্রীকে আসামি করে থানায় মামলা করেছেন।
বিডি প্রতিদিন/আল আমীন