রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে নিখোঁজ ঘাট শ্রমিক সুলতান শিকদারের (৩২) বৃদ্ধা মা ও স্ত্রী-সন্তানদের পাশে দাঁড়িয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক স্থানীয় সংগঠন রাজবাড়ী হেল্পলাইন।
বৃহস্পতিবার দুপুরে সংগঠনের পক্ষ থেকে সুলতানের মায়ের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন সংগঠনের অ্যাডমিন প্যানেলের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি জয়ন্ত কুমার দাস, ধর্ম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, দুর্যোগ ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. সোলায়মান হোসেনে হিমেল, সাংবাদিক হেলাল মাহমুদ, সোহেল মিয়া, সরোয়ার মিরাজ, মঈনুল হক মৃধা ও মো. সালমান বেগ।
গত ১৮ আগস্ট পদ্মায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সুলতান সরদার। স্থানীয় ফায়ার সার্ভিস ও ডুবুরির একটি দল অভিযান চালিয়েও তাকে উদ্ধার করা যায়নি। নিখোঁজ সুলতান সরদার দৌলতদিয়া ইউনিয়নের সিদ্দিক কাজির পাড়া গ্রামের মো. আহম্মুদ সিকদারের ছেলে।
বিডি প্রতিদিন/এমআই