জেলার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলা পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটের আগেই বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. রাব্বানি জব্বার। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে এককভাবে তিনি সোমবার বিজয়ী ঘোষিত হয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২০১৯ সালে ১০ মার্চ অনুষ্ঠিত জেলার খালিয়াজুরী উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বার মারা যাওয়ার পদটি শূন্য হয়। পরবর্তীতে আগামী ৭ অক্টোবর ভোট গ্রহণের তারিখ ধার্য্য করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় গত ৩ সেপ্টেম্বর। এরপর গত ১৩ সেপ্টেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন ছিলো। ১৪ তারিখ ছিলো যাচাই বাছাইয়ের শেষ দিন। গত রবিবারেও শেষ হয় (১৯ সেপ্টেম্বর) প্রার্থীতা প্রত্যাহারের দিন। এ পর্যন্ত আর কোন প্রার্থী না থাকায় নিয়ম অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে একজনকেই জেলা রিটানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে অনুষ্ঠিতব্য নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। যা পরবর্তীতে গেজেট হয়ে আসবে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, যিনি নৌকার মনোনয়ন পেয়েছেন তিনি প্রয়াত উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বারের ছোট ভাই। গোলাম কিবরিয়া জব্বার গত ১৬ ফেব্রুয়ারি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এরপর পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে আগামী ৭ অক্টোবর দেশের অন্যান্য স্থানের নির্বাচনের পাশাপাশি শূন্য পদে উপ নির্বাচনের জন্য ভোট গ্রহণের তারিখ ধ্যার্য্য করে নির্বাচন কমিশন।
যার ফলশ্রুতিতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। গত শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে দলীয় প্রার্থী হিসেবে মো. রাব্বানী জব্বারের নাম ঘোষণার পর উপজেলায় তার সমর্থকরা মিষ্টি বিতরণ করে ফেলেন।
এই পদটিতে নৌকার মাঝি হয়ে উপজেলা পরিষদ নির্বাচনে গত ২০১৯ সালে ১০ মার্চ চেয়ারম্যান পদে গোলাম কিবরিয়া জব্বার বিজয়ী হয়েছিলেন। উপজেলায় মোট ভোটার ৬৯২৯৩ জন। পুরুষ ৩৫০৮৪ জন ও নারী ৩৪২০৯ জন রয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন