ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এফ এমডি আবু ফয়েজ রেজা বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১২ হাজার ২শ ৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আসাদুজ্জামান। তিনি পেয়েছেন ৪ হাজার ৭শ ৩৭ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী ইসমাইল মুন্সী পেয়েছেন ২ হাজার ৫শ ৩৩ ভোট। এ নির্বাচনে বিএনপি কোন প্রার্থী দেয়নি।
এবারের নির্বাচনে মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথমবারের মতো এবার ইভিএমে ভোট অনুষ্ঠিত হয়। বিপুল উৎসাহ উদ্দিপনা নিয়ে সকাল থেকেই ভোট গ্রহন শুরু হয় এবং তা বিরতিহীনভাবে চলে বিকাল চারটা পর্যন্ত। কয়েকটি কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মাঝে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিডি প্রতিদিন/আল আমীন