নেত্রকোনার তিনটি উপজেলার ২৬টি ইউনিয়নের মধ্যে আজ বৃহস্পতিবার ২৫টি ইউনিয়নে চলছে ভোটগ্রহণ। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে জেলার বারহাট্টা, সদর ও আটপাড়া তিনটি উপজেলায় ২৪৬টি কেন্দ্রের ১২৮৬টি বুথ কক্ষে শুরু হয়েছে ভোটগ্রহণ।
প্রতিটি কেন্দ্রেই ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসন, পুলিশসহ প্রশাসন বিজিবি ও র্যাবের সমন্বয়ে প্রতিটি কেন্দ্রেই নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন ভোটাররা।
সদর উপজেলার বাংলা ইউনিয়নের সতেরশ্রী প্রাথমিক বিদ্যালয়, রায়পুর ইউনিয়নের সিস্রাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন ভোটাররা।
নেত্রকোনা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, ইউপি নির্বাচনে ২৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ৮১৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৭৩ জন প্রতিদ্বন্দীতা করছেন। তিনটি উপজেলায় মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৮০ হাজার ৬শ' ৪৬ জন।
জেলা আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান পুলিশ সুপার মো.স আকবর আলী মুনসী জানান, কঠোর নিরাপত্তায় আমাদের সকল বাহিনী নিরলসভাবে কাজ করছে। কোন ধরনের বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করতে দেওয়া হবে না। বিগত দিনের পৌর সভার নির্বাচনগুলোর মতোই জেলায় এই নির্বাচনটি সম্পন্ন করতে পারবো শান্তিপূর্ণ পরিবেশে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির