পিরোজপুরের কাউখালীতে চিড়াপাড়া-পারসাতুরিয়া ইউপি নির্বাচন নিয়ে সহিংসতায় ৯ জন আহত হয়েছেন। আতদের মধ্যে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ভাইসহ সাতজন ও সাইকেল প্রার্থীর দুই সমর্থক রয়েছেন। গুরুতর আহত নৌকার সমর্থক মওদুদ খান ও মিন্টু তালুকদারকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে সাইকেল প্রতীকের প্রার্থী ও সমর্থকরা তাদের নির্বাচনী সভা শেষে ফেরার পথে কাউখালী অটোস্ট্যান্ড এলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষে নৌকা প্রার্থীর বড় ভাই মওদুদসহ আহত হন সাতজন। গুরুতর আহত নৌকার সমর্থক মওদুদ খান ও মিন্টু তালুকদারকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত অন্যান্যরা হলেন-এনায়েত সরদার, মামুন মোড়ল, বেলায়েত সিকদার, ফরহাদ হোসেন ও মাইনুল ইসলাম হাওলাদার। এছাড়া সংঘর্ষে সাইকেল প্রতীকের সমর্থক সেকেন্দার খান ও সুমন খান নামে দুজন আহত হয়েছেন বলে জানান সাইকেল প্রতীকের প্রার্থী বজলুর রহমান নান্নু।
এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন জানান, ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এমআই